চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ী আটক ।

চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ী আটক ।

চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ী আটক

 চুনারুঘাট প্রতিনিধি : জেলার চুনারুঘাটে মাদক কারবারীরা বেপরোয়া। নানা কৌশলে পাচার করছে মাদকসহ বিভিন্ন চোরা চালান। গতকাল শনিবার পু্লিশ বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ীকে আট করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পৌর শহরের পুবালি ব্যাংকের সামন থেকে মাইক্রোবাস যোগে গাজাঁ পাচারকালে দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ । আটককৃতরা হলো- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের মৃত আ: আউয়ালের পুত্র আলী আশরাফ ওরফে লিটন (২৭) একই এলাকার সৈয়দ উল্লার পুত্র সাব্বির মিয়া (২৭)। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জানান, দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই রাজন দেব, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও এএসআই মাহমুদ হাসান, এএসআই রবিউলসহ একদল পুলিশ পৌরশহরের ম্যবাজার পুবালি ব্যাংকের সামনে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেল ৫টায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একই দিনে সকাল সাড়ে দশটায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গুইবিল ক্যাম্পের নায়েক মোঃ বাবলুর রশিদ এর নেতৃত্বে গুইবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭০/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়শ্রী রাস্তার উপর হতে এক নারীসহ তিনজনকে সাড়ে ১০ কেজি গাজাঁসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২) ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন ( ২৩)। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন আসামী পালিয়ে যায়। হবিগঞ্জ ৫৫ বিজিবির লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস বলেন গ্রেফতারকৃত আসামীরা যাত্রীরা বেশ ধরে মাদক পাচার করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com