চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের কন্টা মিয়ার পুত্র মোঃ বাদাই মিয়া (৩৫) নামে এক যুবক মদ খেয়ে মৃত্যুবরণ করেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আমুরোড বাজার নামক স্থানে বাদাই মিয়া (৩৫) মদ খেয়ে মূমুর্ষ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাজারবাসীরা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বাদাই মিয়ার অবস্থা দেখে তাকে মৃত ঘোষণা করেন। বাদাই মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় জানাজানি হলে তার ছোট ভাই ফারুক মিয়া খবর পেয়ে চুনারুঘাট হাসপাতালে এসে বড় ভাইয়ের মৃতদেহ দেখে ফারুক মিয়া লিখিত স্বাক্ষর দিয়ে লাশ বুঝে নিয়েছেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান মৃত্যুর সংবাদটি পরে জানলে তিনি জানান, এ ব্যাপারে কোন অভিযোগ হয় নাই। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু তার ছোট ভাই হাসপাতাল থেকে স্বাক্ষর দিয়ে তার ভাইয়ের মরদেহ বুঝে নেন বলে তিনি জানান।
এখনও বাদাই মিয়ার মৃত্যুর সঠিক কারণ বা তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply