স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে রানা বাউরি নামের এক ভূয়া পশু চিকিৎসকের আবির্ভাব ঘটেছে। প্রায়ই তার ভুল চিকিৎসায় অনেক গবাদি পশু মারা যাচ্ছে। ইতোমধ্যে সে লাখ টাকা জরিমানাও দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। দিন দিন পশু চিকিৎসার নামে তার দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া তার একটি সংঘবদ্ধ দালাল চক্র রয়েছে। এদের মাধ্যমেই গ্রামের নিরীহ মানুষদেরকে কম পয়সায় গবাদি পশুর চিকিৎসার কথা বলে প্রতারণা করছে। গতকাল শনিবার সকালে ওই গ্রামের ইদ্রিস আলী নামের এক কৃষকের ১ লাখ টাকা মূল্যের গর্ভবতি গাভী অসুস্থ হয়ে পড়লে চুনারুঘাট উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হলে পথে এক দালাল তাকে রানা বাউরির কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর ১ হাজার টাকায় ওই গাভীকে ইনজেকশন দেয়। পরে গাভিটি বাড়ি নিয়ে আসার পর দুপুরের দিকে মারা যায়। গাভিটিকে চুনারুঘাট পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, এন্টিবায়েটিক ইনজেকশন দেয়ায় মারা গেছে। পরে এ নিয়ে সালিশ হয়। বৈঠকে ভূয়া পশু চিকিৎসক রানা বাউরি ৫০ হাজার টাকা জরিমানা দেন। এরকম আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Leave a Reply