সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই গুরুতর আহত, থানায় মামলা

চুনারুঘাটে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই গুরুতর আহত, থানায় মামলা

চুনারুঘাটে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই গুরুতর আহত, থানায় মামলা
চুনারুঘাটে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাই গুরুতর আহত, থানায় মামলা

মো: ফারুক মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বড় ভাইয়ের দা’য়ের কুপে ছোট ভাই গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহত ছোট ভাই বকুল মিয়া তার বড় ভাই ফজলু মিয়া সহ ৫ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ফজলু মিয়ার সাথে তার আপন ছোট ভাই বকুল মিয়ার বিরোধ চলে আসছিল। গত ৬ মে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বকুল মিয়া ও তার স্ত্রী ছুকেরা খাতুনদ্বয় ধান্য জমির ধান কাঁটা শেষে বাড়ি ফেরার পথে ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের জুয়েল মিয়ার বাড়ির সামনে পৌছামাত্রই পূর্ব থেকে ওতপেতে থাকা বড় ভাই ফজলু মিয়া ও তার দলবলরা অতর্কিত ভাবে বকুল মিয়ার উপর হামলা চালায়। এসময় বকুল মিয়া প্রতিবাদ করলে বড় ভাই ফজলু মিয়া তাহার হাতে থাকা ধারালো দা দিয়ে বকুল মিয়ার শরীরে উপর্যুপরি কুুপিয়ে গুরুতর পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় জখমী বকুল মিয়াকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বকুল মিয়ার অবস্থা আশংকাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে বকুল মিয়ার আত্মীয়-স্বজনগণ গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। এ ঘটনায় আহত বকুল মিয়া তার শ্যালক কনু মিয়ার মাধ্যমে চুনারুঘাট থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার চুনারুঘাট থানার মামলা নং- ০৮, তাং- ০৭/০৫/১৯, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড। মামলার আসামীরা হলেন- উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ফজলু মিয়া (৪৫), সবুজ মিয়া (৩২), মো: মানিক মিয়ার পুত্র কাজল মিয়া (৪০), বিল্লাল মিয়া (২৮), মানিক মিয়া (৬০)। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার পরপরই মামলার তদন্তকারী অফিসার এস.আই অলক বড়–য়া মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে গুরুতর আহত বকুল মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে আহত সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, আহত বকুল মিয়া পেশায় একজন দিনমজুর। তার স্ত্রী ছেলে-সন্তান নিয়া অসহায়ভাবে দিনযাপন করিতেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com