ক্রাইম ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুণ্ডা এলাকা থেকে ৭৪ বোতল বিদেশি ফেনসিডিলসহ আব্দুল আওয়াল নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরক্তি পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার।
এর আগে সোমবার (৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল এএসপি বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আব্দুল আউয়াল হাতুণ্ডা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
মঙ্গলবার উদ্ধার করা মাদকদ্রব্য ও আলামতসহ আব্দুল আউয়ালকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply