লোকালয় ডেস্কঃ চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামে দেবরের হামলায় রুমা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। সূত্র জানায়, তার স্বামী বিদেশে থাকার সুযোগে তার দেবর কনু মিয়ার পুত্র আব্দুল আজিজ (৩০) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আব্দুল আজিজ তার ঘরে ঢুকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply