সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চুনারুঘাটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চুনারুঘাটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

 

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদর ও রানিগাও বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ ।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।

 

মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার জন্য কে রানীগাও বাজারের রোহান ভ্যারাইটিজ স্টোর কে ৩,০০০ টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য প্রস্তুত করার কারণে নুরুল হক বেকারীকে ৩,০০০/- এবং চুনারুঘাট সদরের ঢাকা বেকারীকে খাবারে রং ব্যবহার ও বিস্কিটের প্যাকেট এ মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকার কারণে ১০,০০০ হাজার টাকা সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন ।

 

অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম । জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com