সংবাদ শিরোনাম :
চীনে ডলফিন চোরের খোঁজে পুলিশ

চীনে ডলফিন চোরের খোঁজে পুলিশ

চীনে ডলফিন চোরের খোঁজে পুলিশ
চীনে ডলফিন চোরের খোঁজে পুলিশ

লোকালয় ডেস্কঃ জগতে নানা ধরনের চোর রয়েছে। কেউ বাসাবাড়িতে ঢুকে সোনাদানা, টাকাপয়সা, মালামাল চুরি করে। কেউবা অফিসে ঢুকে নথিপত্র-সরঞ্জাম চুরি করে। আবার কেউ হানা দেয় জাদুঘরে। কিন্তু চীনে এক চোর সাগরে হানা দিয়েছেন। একটি ডলফিন চুরি করে কাঁধে করে পালিয়েছেন। পুলিশ ওই ডলফিন চোরকে খুঁজছে।

ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের দক্ষিণ চীন সাগর উপকূলে গত মঙ্গলবার।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুয়াংডংয়ের হেইলিং দ্বীপের উপকূলে পড়ে ছিল মৃতপ্রায় ডলফিনটি। এমন সময় এক পর্যটক ডলফিনটি ধরে তা কাঁধে তুলে নেন। কিছু দূর যাওয়ার পর ডলফিনটিসহ গাড়িতে উঠে পালিয়ে যান।

সংবাদভিত্তিক ওয়েবসাইট বিটাইম জানায়, স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ওই ডলফিন চোরের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। চীনের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনে ডলফিন সুরক্ষিত প্রাণী। ডলফিন চুরির ঘটনায় তদন্ত চলছে। ওই চোরকে ধরা গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এই ডলফিন চোরকে নিয়েই এখন আলোচনা চলছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি (ডলফিন চোর) যদি এতটাই সক্ষম হন, তাহলে একটি হাঙর চুরি করুন। তারপর দেখা যাবে, কী ঘটে!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com