লোকালয় ডেস্কঃ সৌরজগতের দুই গ্রহের দেখা মিলবে পৃথিবীর আকাশেই। মঙ্গলবার চাঁদের সঙ্গে বৃহস্পতি ও শনিকে একসঙ্গে দেখা যাবে। গ্রহ-উপগ্রহ তিনটির অবস্থান একটি ছোট ত্রিভুজের মতো হবে। দেখে মনে হতে পারে চাঁদের সঙ্গে নৃত্যে মজেছে গ্রহ দুটি।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, আজ গভীর রাত থেকে সূর্যোদয়ের ঠিক আগে পর্যন্ত দক্ষিণ-পূর্ব আকাশে বৃহস্পতি, চাঁদ এবং শনির অভূতপূর্ব দৃশ্য দেখতে পাবেন।
যদি পরিষ্কার আকাশ থাকে তবে বেশিরভাগ শহরে কোনো দূরবীন ছাড়াই মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে বলে মনে করছেন জ্যোতির্বিদরা। তাছাড়া এখনকার চাঁদ বেশ স্পষ্ট এবং উজ্জ্বল। তবে গ্রহ দুটি কতটা উজ্জ্বল দেখাবে তা নিশ্চিত নয়।
করোনাভাইরাসের কারণে ২০২০ সাল প্রায়ই জর্জরিত হয়ে উঠলেও জ্যোতির্বিদদের কাছে এটি ‘সোনার’ বছর। একাধিক ঘটনার সাক্ষী থাকছে চলতি বছরের আকাশ। বিরলতম এই ঘটনা দেখার সুযোগও হাতছাড়া করা ঠিক হবে না! যদিও আকাশে চিহ্নিত নাও করতে পারেন গ্রহগুলোকে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply