চট্টগ্রামে এইডস রোগির সংখ্যা ৩৮৭

চট্টগ্রামে এইডস রোগির সংখ্যা ৩৮৭

চট্টগ্রামে এইডস রোগির সংখ্যা ৩৮৭
চট্টগ্রামে এইডস রোগির সংখ্যা ৩৮৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এইচআইভি ভাইরাসে আক্রান্ত এইডস রোগী ৩৮৭ জন। যাদের মধ্যে ৩৪২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ৯ জন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৭ইং সালের ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত আরও ৪৫ জন রোগীর রক্তে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে রোহিঙ্গা আছে ৫ জন।

এই বিভাগের অধীনে ‘এন্টি রেট্রোভাইরাল থেরাপি’ কর্নারে এইডস আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়ে বিভাগীয় প্রধান ডা. রফিকুল মাওলা বলেন, হাসপাতালে চালু থাকা প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের অধীনে অন্তঃসত্ত্বা নারীদের স্ক্রিনিং করা হচ্ছে।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, এ পর্যন্ত এইডস আক্রান্ত ১৭ জন অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দেয়া হয়েছে, যারা পরে সন্তান জন্ম দিতে পেরেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com