সংবাদ শিরোনাম :
‘ঘূর্ণিঝড়ে ২৬৩ কোটি টাকার ফসল নষ্ট, প্রভাব পড়বেনা বাজারে’

‘ঘূর্ণিঝড়ে ২৬৩ কোটি টাকার ফসল নষ্ট, প্রভাব পড়বেনা বাজারে’

‘ঘূর্ণিঝড়ে ২৬৩ কোটি টাকার ফসল নষ্ট, প্রভাব পড়বেনা বাজারে’
‘ঘূর্ণিঝড়ে ২৬৩ কোটি টাকার ফসল নষ্ট, প্রভাব পড়বেনা বাজারে’

ঢাকা- ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ কারণে বাজারে প্রভাব পড়বেনা বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রাপ্ত ভথ্য মোতাবেক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৪২২ হাজার ৮৩৬ হেক্টর (মোট আক্রান্ত জমির ৮%)। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২ হাজার ২১২ মে. টন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও ২৬৩ কোটি ৫ লাখ টাকা। মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫০ হাজার ৫০৩ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘুর্ণিঝড় বুলবুল এর প্রভাবে দেশের উপকূলীয় ও তার আশেপাশের ১৬ জেলার ১০৩টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরসহ মোট ১৬ জেলার রোপা আমন, শীতকালীন শাক সবজি, সরিষা, খেসারি, মসুর ও পান ফসলের ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com