লোকালয় ডেস্কঃ সুন্দর একটি ঘর বানানোর জন্য দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন শ্রমিক মো. নজরুল ইসলাম। এরইমধ্যে তার সাড়ে ১২ হাজার টাকা জমা হলো। কিন্তু এর মধ্যেই দেশে করোনার থাবা পড়ে। কর্মহীন হয়ে পড়ে অনেক দিনমজুর। খাবারে কষ্ট পাচ্ছে অসহায় পরিবারগুলো। তাই তাদের কথা ভেবে নিজের জমানো টাকাগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন তিনি।
বুধবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরের ইউএনও ফারজানা খানমের হাতে সাড়ে ১২ হাজার টাকা তুলে দেন নজরুল ইসলাম। তিনি উপজেলার সদর ইউপির দেবথৈল গ্রামের আব্দুল খালেকের ছেলে ও একই এলাকার বালুঘাটের শ্রমিক।
নজরুল বলেন, ঘর করার জন্য কিছু টাকা জমিয়েছি। কিন্তু করোনায় মানুষ না খেয়ে কষ্ট করছে। আমার ঘর বানানোর চেয়ে তাদের জীবন বড়, বেঁচে থাকলে ঘর বানাতে পারবো। সেই কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউএনওর মাধ্যমে জমানো টাকাগুলো দিয়েছি।
ইউএনও ফারজানা খানম বলেন, ঘটনাটি মানবতার এক বিরল দৃষ্টান্ত। আমরা নজরুলের এ অনুদান অসহায় ও গরিবদের জন্য ব্যয় করবো।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply