সংবাদ শিরোনাম :
গাঁজাকে বৈধতা দিলো থাইল্যান্ড!

গাঁজাকে বৈধতা দিলো থাইল্যান্ড!

গাঁজাকে বৈধতা দিলো থাইল্যান্ড!
গাঁজাকে বৈধতা দিলো থাইল্যান্ড!

লোকালয় ডেস্কঃ এশিয়া দেশ থাইল্যান্ডে প্রথমবারের মতো গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, এর মাধ্যমে দেশটি হাজার কোটি টাকার শিল্প গড়ে তুলবে।

বুধবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে অবশ্য কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চলে গাঁজাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়।

বলা হচ্ছে, এশিয়ার মধ্যে থাইল্যান্ডই প্রথম দেশ, যারা এ রকম পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রান্ড ভিউ রিসার্চ বলছে, ২০২৫ সালের মধ্যে এর মাধ্যমে দেশটি আনুমানিক পাঁচ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার আয় করতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ক একটি খসড়া বিল দেশটির সামরিক বাহিনীর জাতীয় আইনী অ্যাসেম্বলি’তে (এনএলএ) পাঠানো হয়েছে।

এনএলএ-এর জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জেত সিরাথরানন বলেন, আমরা বিলটি স্পিকারের কাছে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। আনন্দ বিনোদনের জন্য ব্যবহার বৈধ হবে না।

তিনি এও বলেন, আমরা এটা করছি, কারণ এটা থাই জনগোষ্ঠীর জন্য দারুণ সুযোগ। বিশ্বের সব থেকে ভালো গাঁজা এখানেই পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com