সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় সিলেটে একজনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সিলেটে একজনের করোনা শনাক্ত

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  সিলেট জেলায় একদিনে নতুন করে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় ১০৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

সংশ্লিষ্টরা জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল বুধবার ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের শরীরে করোনা ধরা পড়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে হবিগঞ্জে ৫২ জন, সুনামগঞ্জে ২৮ জন, সিলেটে ১৫ ও মৌলভীবাজারে ১২ জন আছেন। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন। তাদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com