দক্ষিণবঙ্গ, বারাকপুর: এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার খড়দা থানার বারাকপুর কল্যানী হাইওয়ে সংলগ্ন রুইয়া মোড়ে। শনিবার সন্ধ্যায় ওই যুবতীর মৃতদেহ রুইয়া মোড়ে কল্যানী হাইওয়ের ধারে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথ চলতি স্থানীয় নিত্যযাত্রীরা। দেহটি হাইওয়ের পাশে একটি পরিত্যক্ত জলাশয়ের ধারে পড়েছিল। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
রুইয়া অঞ্চলের পথ চলতি নিত্যযাত্রীরা এদিন বিকেল থেকে পচা দুর্গন্ধ পান হাইওয়ে সংলগ্ন এলাকায়। স্থানীয়রা হাইওয়ের পাশে গিয়ে দেখেন ওই যুবতীর দেহটি। মৃতদেহের মুখ ঢাকা থাকায় প্রত্যক্ষদর্শীরা দেহটি কার তা চিনতে পারেননি। এলাকাবাসীর অনুমান, ওই যুবতীকে কেউ বাইরে থেকে খুন করে হাইওয়ের ধারে খড়দার রুইয়া মোড়ে ওই জলাশয়ে ফেলে দিয়ে গেছে।
পুলিশ মৃত যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে। ধর্ষণ করে খুন করা হয়েছে কি না তা স্পষ্ট নয় পুলিশের কাছে৷ খড়দা থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর কিভাবে মৃত্যু হয়েছে বা ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বলা সম্ভব হবে৷
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply