খুলনায় দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

খুলনায় দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

খুলনায় দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত
খুলনায় দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

আমার এলাকা আমার হাতেই হোক পরিস্কার। এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই এর উদ্যোগে দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৯ পালিত হয়েছে। গতকাল শনিবার নগরীর শিববাড়ি মোড়ে সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের সেচ্ছায় অংশগ্রহনে এ দিবস পালিত হয়। এই উদ্যোগে খুলনা জেলার শতাধিক সেচ্ছাসেবক পরিস্কার করণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর জোনের সহকারী কমিশনার মোঃ তারিক রহমান। বিশেষ অতিথি ছিলেন, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমতাজুল ইসলাম, গ্লোবাল খুুলনার আহবায়ক শাহ্ মামুনুর রহমান তুহিন, কানাডা কো-অর্ডিনেটর মোঃ শরিফুল ইসলাম, জার্মান কো-অর্ডিনেটর সামসুল ইসলাম, সিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক শাহ জিয়াউর রহমান স্বাধীন, পল্লীমঙ্গল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পরিবর্তন চাই এর খুলনা জেলা সমন্বয়ক হাসানুর রহমান তানজির।

এসময় বক্তরা বলেন, এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে শুধু সিটি করপোরেশন বা অন্য সেবা মূলক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। এজন্য সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। সকলেই যদি তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাসে পরিনত করে, তাহলেই আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করতে পারবো। তাছাড়া চলার পথে যেখানে সেখানে ময়লা ও থুথু ফেলবো না। ময়লা ফেলার প্রয়োজন হলে নিজ দ্বায়িত্বে ডাস্টবিনে ফেলবো। পরিবেশ বিনষ্ট হয় এমন কাজ না করার আহবান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীরা, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহমেদ, আয়না ও দীপ্তআলো সেচ্ছাসেবী সংগঠনের বেল্লাল হোসেন সজল, নুরুল আমিন, মফিজুর রহমান জয়, লুৎফর রহমানসহ শতাধিক সেচ্ছাসেবী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com