লোকালয় ডেস্কঃ অষ্টম শ্রেণীর ছাত্রকে পড়ানোর অজুহাতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তাকে হয়রানি করছিলেন এক শিক্ষিকা৷ এই অভিযোগেই পুলিশ ৩১ বছর বয়সী সেই শিক্ষিকাকে গ্রেফতার করেছে৷ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানাতে।
পুলিশ সূত্রে খবর, নাবালক তার পরিবারের সঙ্গে অভিযুক্ত এই নারীর বাবার বাড়িতে থাকত৷ সেখান থেকেই সে তার কাছে পড়তে যেত৷ কিন্তু সেই নারী পড়ানোর নাম করে নাবালকের সঙ্গে নিজের যৌন চাহিদা পূরণ করত বলেই অভিযোগ পেয়েছে পুলিশ৷
জানা যায়, সেই শিক্ষিকা ১৪ বছরের ছেলেটিকে তার সঙ্গে যৌন সম্পর্ক গড়তে বাধ্য করে৷ ছেলেটি রাজি না হলে তাকে খুনের হুমকি দেয় শিক্ষিকা৷ এরপর নাবালকের সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও করে সেটিকে ইন্টারনেটে ফাঁস করে দেওয়ারও হুমকি দেয় তিনি৷
বেশ কয়েকমাস ধরে সেই নারীর এমন অত্যাচার সহ্য করার পর নাবালক তার বাবাকে ঘটনার কথা জানালে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনের একাধিক ধারায় মহিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ যদিও অভিযুক্ত শিক্ষিকা আপাতত পলাতক৷
Leave a Reply