সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা

খুদে নিউটনের ৬ষ্ঠ জন্মদিন আজ

খুদে নিউটনের ৬ষ্ঠ জন্মদিন আজ
খুদে নিউটনের ৬ষ্ঠ জন্মদিন আজ

তথ্য প্রযুক্তি ডেস্কঃ খুদে বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারী, আজ তাঁর ৬ষ্ঠতম জন্মদিন। আজ আমেরিকা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুবর্ণ আজ্যাকের জন্মদিন উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশী বংশভূত আমেরিকা প্রবাসী প্রফেসর রাশেদুল বারীর সন্তান সুবর্ণ নোবেল বিজয়ী ড. ইউনুসের পর দ্বিতীয় কোনো বাঙালী হিসাবে মাত্র চার বছর বয়সে আমেরিকার হোয়াইট হাউজ থেকে তাঁর মেধার স্বীকৃতি পায়।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর রিকগনিশন লেটারে মেধার স্বীকৃতি দিয়ে বলেন, “আমেরিকায় তোমারমতো মেধাবী এবং কঠোর পরিশ্রমী শিক্ষার্থীর দরকার।”মেধাবী ও পরিশ্রমী পিতা প্রফেসর রাশিদুল বারীর হাতে কলমে শিক্ষা পেয়ে সুবর্ণ বর্তমানে পিএইচডি লেবেলের পিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথ ও ক্যালকুলাস এরমতো কঠিন বিষয়ে সমাধান দিতে পারে। মেধাবী এই শিশুটি পাঁচ বছর বয়সেই কয়েকটি বিরল সম্মাননাও অর্জন করেছে।

বর্তমানে সে নিউইয়র্ক সিটিগিফট এন্ড ট্যালেন্ট প্রয়োগের ছাত্র এবং দুটি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো মানবিক রুবট নজরুল তৈরি করতে কাজ করছে এবং অপরটি দ্যা লাভ’ নামক একটি বই লিখছে। সুবর্ণ মনে করে গণিত ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করে বিশ্ব থেকে সন্ত্রাসবাদ মুক্ত করা যাবে। তাঁর বই দ্যা লাভ’ সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী গড়তে সাহায্য করবে।

ফিরে দেখা:
২০১৩ সাল। এক বছর বয়সী সুবর্ণ আইজ্যাক বারী নিউইয়র্কের একটি হাসপাতালের বেডে জ্বরে কাতরাচ্ছিল। তার বাবা রাশীদুল বারী বললেন,‘আই লাভ ইউ মোর দ্যান এনিথিং ইন দ্য ইউনিভার্স’। সুবর্ণ বলল, ‘ইউনিভার্স অর মাল্টিভার্স?’

কলেজ শিক্ষক তাঁর পিতা রাশীদুল বারী চমকে গেলেন। কিন্তু তখনও তিনি জানতেন না এই সুবর্ণ ৩ বছর বয়সে গণিত, পদার্থ বিজ্ঞান এবং রসায়নে দক্ষতা দেখিয়ে সারা পৃথিবীকে নাড়িয়ে দিবে।

সেই সুবর্ণ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে হৈ-চৈ ফেলে দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণর মেধা বিস্ময় সৃষ্টি করেছে সর্বত্র। তখনও স্কুলেই যায়নি, সে কীভাবে জ্যামিতি, বীজগণিতসহ রসায়নের জটিল বিষয়ের সহজ সমাধান দিচ্ছে। অক্ষর জ্ঞানের প্রাতিষ্ঠানিক কোনো প্রক্রিয়া অবলম্বন করা ছাড়াই কীভাবে সে ইংরেজি বই অবলীলায় পাঠ করছে?

কৌতুহলের পাশাপাশি জিজ্ঞাসার অন্ত নেই বিস্ময় শিশু সুবর্ণকে ঘিরে। এর পাঁচটি প্রধান কারণ হচ্ছে:
১. দেড় বছর বয়সে সে রসায়নের পর্যায় সারণী তথা ক্যামিস্ট্রি পিরিয়ডিক টেবল মুখস্থ করে ফেলেছে।
২. দুই বছর বয়সে সে যুক্তরাষ্ট্রের কলেজে ইন্টারভিউ দিয়েছে।
৩. ভয়েস অব আমেরিকায় সাক্ষাৎকার প্রদান।
৪. তিন বছর বয়সে সে লেবুর সাহায্যে ব্যাটারি এক্সপেরিমেন্ট করে।
৫. সাড়ে তিন বছর বয়সে খ্যাতনামা একটি কলেজের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছে।
মাত্র দেড় বছর বয়সে রসায়নের পর্যায় সারণী সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং তা মুখস্থ করে সুবর্ণ।

একদিন যথারীতি তাঁর মা শাহেদা ওকে অংক শিখাচ্ছিলেন। হঠাৎ সুবর্ণ বললো, ‘ইফ ওয়ান প্লাস ওয়ান ইক্যুয়াল্টো টু, দ্যান ২ প্লাস ২ = ৪ এবং এন+এন = ২এন, তাই না?’ রাশীদুল বারী তখন পাশের রুমে তার ছাত্রদের পেপার দেখছিলেন। এমন বিস্ময়কর কথা শুনে তিনি দৌড়ে সুবর্ণর কাছে চলে গেলেন। তার চোখে আনন্দের জল।

স্ত্রী জানতে চাইলেন, কাঁদছ কেনো? সেই প্রশ্নের উত্তর না দিয়ে বারী বললেন, ‘জানো আমাদের সমনে কে বসে আছে? কার্ল ফাইডরিচ গোস (জার্মানের অঙ্কশাস্ত্র বিশেষজ্ঞ)। দেড় বছর বয়সী পুত্রের অঙ্কশাস্ত্র প্রতিভায় মুগ্ধ হয়ে রাশীদুল বারী তাকে এডভান্সড ম্যাথ এন্ড সায়েন্স এর লেসন দেয়া শুরু করলেন। আর এভাবেই মাত্র ২ বছর বয়সে সে রসায়নের পিরিয়ডিক টেবিল মুখস্থ করে নেয়।এ অবিশ্বাস্য কথাটি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ছাত্র-শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ‘বারী সাইন্স ল্যাব’ এবং সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এ বিস্ময়কর প্রতিভার কথা। এমনি অবস্থায় মেডগার এভার্স কলেজের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড পোজম্যান সুবর্ণের মেধা যাচাই করতে চান। সুবর্ণ পর্যায় সারণীর সবগুলো এলিমেন্ট বলে পোজম্যানকে অবাক করে দেয়। সেদিন তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে, ১ বছর পর অর্থাৎ গত ২৫ নভেম্বর আবার তাকে ডেকে পাঠালেন পোজম্যান।

এরপর ডাক পড়ে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে। বাবা বারী তাকে নিয়ে যান ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকা স্টুডিওতে। সেখানে সাবরিনা চৌধুরী ডোনা তার ইন্টারভিউ নেন এবং বছরের সেরা কনিষ্ঠ ইন্টারভিউ হিসাবে তারা এটা বাছাই করে ইংরেজি নববর্ষে পুনঃপ্রচার করেছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটে যখন আড়াই বছরের এই শিশুটি পর্যায় সারণীর সব এলিমেন্টগুলোর নাম বলে যাচ্ছিল অবলীলায়। বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারসহ সকল সাংবাদিক অবাক বিস্ময়ে তার এই প্রতিভা অবলোকন করেন। ছোট্টমনি সুবর্ণ এরই মধ্যে অনেকগুলো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে ফেলেছে। যার একটি ইলেকট্রিক ব্যাটারি। সেজন্য সে আবার পদার্থবিদ্যা এবং রসায়ন অধ্যয়ন করছে। বিভিন্ন রকম ব্যাটারি সে বানাচ্ছে। তার একটি হচ্ছে লেবু ব্যাটারি। যেটা বানাতে তার দরকার হয় ৪টি লেবু, ৪টি পেরেক, ৪টি পেনি এবং ৫টি এলিগেটর ক্লিপ। এগুলো দিয়ে সে ইলেকট্রিক সার্কিট বানিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করে লাইট জ্বালাতে পারে। ২০১৫ সালের ১২ জুন ড. ড্যানিয়েল কাবাট, যিনি বর্তমানে লিমন কলেজে ফিজিক্স চেয়্যার, সুবর্ণর এই প্রতিভা দেখার জন্য তাকে লিমন কলেজে আমন্ত্রণ জানান এবং সুবর্ণ ব্যাটারি বানিয়ে তাকে মুগ্ধ করে ।

সর্বশেষ আমন্ত্রণ এসেছে যুক্তরাষ্ট্রের অন্যতম ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে। সিটি কলেজ অব নিউইয়র্কের প্রেসিডেন্ট ড. লিসা কৈকো ২১ মার্চ অপরাহ্ন ৩টায় সুবর্ণকে আমন্ত্রণ জানিয়েছেন। সুবর্ণর অংক, পদার্থবিদ্যা এবং রসায়নের মেধা আরো ভালোভাবে যাচাই করে দেখতে চান ড. লিসা। চট্টগ্রামের সন্তান রাশেদুল বারী উচ্চশিক্ষার জন্যে নিউইয়র্কে আসার পর ব্রঙ্কসের লিমন কলেজে অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির বারুখ কলেজে অংকের এডজাঙ্ক অধ্যাপক এবং একই সঙ্গে নিউভিশন চার্টার হাই স্কুল ফর এডভান্সড ম্যাথ অ্যান্ড সায়েন্সে পদার্থ বিজ্ঞানের শিক্ষক। জেরুজালেম পোস্টে তিনি নিয়মিতভাবে কলাম লিখছেন। সুবর্ণের মা শাহেদা বারী ব্রঙ্কস কম্যুনিটি কলেজ থেকে একাউন্টিংয়ে ডিগ্রি নিয়েছেন। সুবর্ণর একমাত্র বড় ভাই রিফাত এলবার্ট বারীর বয়স ১৪। সেও অসাধারণ মেধার অধিকারী। অষ্টম গ্রেডে পড়ছে এবং ৭ ভাষায় কম্প্যুটার প্রোগ্রামিংয়ে অভ্যস্ত। সে হাইস্কুলে না গিয়েই বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। এজন্যে সে ইতোমধ্যেই ৩ বার এস এ টি প্রদান করেছে।

সুবর্ণর জন্ম ২০১২ সালের ৯ এপ্রিল অর্থাৎ আজ ৯ এপ্রিলে ৬ বছরে পা রাখবে। সুবর্ণ তার বাবার ল্যাবরেটরিতে যাচ্ছে এবং অঙ্কশাস্ত্র ছাড়াও রসায়নের বিভিন্ন বিভাগ সম্পর্কে উচ্চতর ধারণা নিচ্ছে। আর এরইমধ্যে সে তার মেধার বিস্ময় সৃষ্টি করেছে। ছোট্ট শিশু সুবর্ণর এই অসাধারণ মেধার ওপর অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ করেছে উত্তর আমেরিকায় বাংলা ভাষার সবচে’ জনপ্রিয় ‘সাপ্তাহিক ঠিকানা’ পত্রিকা। পত্রিকাটি বাজারে আসার পর ‘বিস্ময় শিশু সুবর্ণ’ সংবাদটি টক অব দ্য আমেরিকায় পরিণত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com