খুচরা আধুলিরা জাতীয় ঐক্য করেছে : প্রধানমন্ত্রী

খুচরা আধুলিরা জাতীয় ঐক্য করেছে : প্রধানমন্ত্রী

মাদারীপুর শিবপুর উপজেলার কাঁঠালবাড়ীতে আজ রোববার আয়োজিত জনসভায় হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

নিজস্ব প্রতিনিধি: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে খুচরা আধুলিরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সেই কামাল হোসেন গং, তাঁর সঙ্গে জুটেছে আরো কিছু খুচরা আধুলি। ঐক্য করেছে।’

আজ রোববার মাদারীপুর শিবপুর উপজেলার কাঁঠালবাড়ীতে আয়োজিত জনসভায় জাতীয় ঐক্য নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে নিজেই এখন দুর্নীতিবাজদের দলে ভিড়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি কামাল হোসেন সাহেবকে বাহ্বা জানাই। যে তিনি আজকে ঐক্য করেছেন কার সাথে? তিনি বড় বড় কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আর যে বিএনপি-জামায়াত জঙ্গিবাদ সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত আজকে তাদের সাথে তিনি ঐক্য করেছেন।’

এ সময় প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। শেখ হাসিনা বলেন, ‘আর ড. কামাল হোসেন নেতা মেনেছেন কাকে? খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপিতে কি একটা লোকও ছিল না? যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারে? ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত এবং যে পলাতক হিসেবে রয়ে গেছে বিদেশে। তাকেই বানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সে চেয়ারম্যানের অধীনে ড. কামাল হোসেন গং আজকে তাঁরা ঐক্য করেছেন।’

এ সময় আওয়ামী লীগই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গতকাল নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। জোটের পক্ষ থেকে সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যও তুলে ধরা হয়েছে। নতুন জোটের আহ্বায়ক করা হয়েছে ড. কামাল হোসেনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com