ঢাকায় এই সমাবেশ বেলা ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশটি হবে বেলা ২টায় নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ ব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনার ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে চিঠি দিয়েছি।”গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে রিজভী জানান।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৫ এপ্রিল সারাদেশে মানববন্ধন ও ২৭ এপ্রিল সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল করে বিএনপি।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজায় খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি হওয়ার পর বিভিন্ন কর্মসূচি করে আসছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নেতা আসদুল করীম শাহিন, তা্ইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
Leave a Reply