খালেদা জিয়ার মুক্তির উপায় নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির উপায় নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির উপায় নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার মুক্তির উপায় নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পেতে হলে একটি সুনির্দিষ্ট কারন দেখিয়ে আবেদন করতে হবে। সেই আবেদনটি এখনো আমাদের কাছে আসেনি। এ ধরনের আবেদন আমাদের কাছে আসলে খালেদার জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে সরকার।

শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট নৌ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরাট পুলিশ বাহিনীর মধ্যে দুই এক হাজার পুলিশ যদি অন্যায় কিছু করে তাদের আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কেউ আইনের উর্ধে নয়। সে পুলিশ বাহিনী হোক আর সেনাবাহিনী হোক।

এ সময় অন্যান্যের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, মোজাফফর হোসেন এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, মহিলা এমপি হোসনে আরা বেগম, পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান,জেলা প্রশাসক আহমেদ কবির, নৌ পুলিশ প্রধান মারুফ হাসান ও জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ,জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com