সংবাদ শিরোনাম :
খালেদার জন্য ফের মেডিকেল বোর্ড, বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার জন্য ফের মেডিকেল বোর্ড, বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিএনপির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর সুপারিশ অনুযায়ী প্রয়োজন হলে নীতিমালা মেনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।’

কারাগারে থাকা বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে দলটির স্থায়ী কমিটির সাত সদস্য রোববার সচিবালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে তিনি খালেদা জিয়া চিকিৎসা সম্পর্কে এসব কথা বলেন।

বিকাল ৩টা থেকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে পৌনে এক ঘণ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।’

বিএনপি নেতারা প্রস্থানের পর স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কারাগারে অন্তরীণ খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কিছু অনুরোধ লিখিত আকারে দিয়ে গেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। পাশাপাশি অন্য হাসপাতালে নেয়ার আবেদন করেন। তাদের লিখিত আবেদনটির প্রেক্ষিতে সংশ্লিষ্ট সচিব মহোদয় এবং আইজি প্রিজনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

 

khaleda in BSMMU

 

মন্ত্রী বলেন, ‘গতবারও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি মেডিকেল বোর্ডে গঠন করা হয়েছে। তখন সেই মেডিকেল বোর্ড বলেছিল, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা ততোটা গুরুতর নয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তদ্রুপ বোর্ড গঠন করে ফের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আথ্রাইটিসে ভুগছেন। তার দেখভালের জন্য কারাগারে একজন নারীকে অ্যালাউ করা হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছুই করা হচ্ছে। একজন ফিজিওথেরাপিস্ট একদিন পর পর কারাগারে গিয়ে তাকে থেরাপি দিচ্ছেন। একজন ডাক্তার একজন ফার্মাসিস্ট দিয়ে নিয়মিত তাকে চেকআপ করা হচ্ছে।’

ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলকোড অনুযায়ী সর্বোচ্চ সুযোগ-সুবিধা বেগম জিয়াকে দেওয়া হচ্ছে। বিএনপি নেতারা আবারও তাকে ইউনাইটেড-অ্যাপোলো হাসপাতালে নেয়ার কথা বলছেন। আমরা জানিয়েছি, আবারো মেডিকেল বোর্ড গঠন করা হবে তাদের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি প্রধান খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এদিকে মামলার শুনানি শেষ করতে কারাগারের ভেতরেই আদালত বসিয়েছে সরকার।

সর্বশেষ গত সপ্তাহে আদালতের শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিচারককে বলেন, ‘তিনি গুরুতর অসুস্থ। অসুস্থতা নিয়ে তার পক্ষে বার বার আদালতে আসা সম্ভব নয়।’ বিএনপির নেতারাও বিভিন্ন সময় দাবি করে আসছেন, তাদের নেত্রী গুরুতর অসুস্থ তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com