সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
খাগাউড়ায় জমজমাট জুয়ার আসর

খাগাউড়ায় জমজমাট জুয়ার আসর

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান শুরুর পর পাড়া মহল্লা ও গ্রামাঞ্চলগুলোতে গড়ে উঠা জুয়ার আসর গুলো দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু এখন ফের চালু হয়েছে জুয়ার আসর গুলো। লাখ থেকে কোটি টাকার লেনদেন হয় এসব আড্ডায়। শুধু জুয়াতে শেষ নয়, এসব আসর গুলোতে মিলে ইয়াবাও। মাদক সেবনের সুযোগ রাখা হয় জুয়াড়িদের জন্য। প্রশাসনের অভিযান অব্যাহত আছে। তবে জুয়াড়িরা জামিনে বেরিয়ে এসে ফের সক্রিয় হয়ে উঠেছে।
জানা গেছে, বানিয়াচং উপজেলার সবচেয়ে বড় জুয়ার আসর বসে খাগাউড়া ইউনিয়নে। এ ছাড়া খাগাউড়া, বড়ইউড়ি, পুকড়া ইউনিয়নের মিলনস্থল হচ্ছে ইমামবাড়ি। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত অর্ধকোটি টাকার লেনদেন হয় এই ইউনিয়নে। এলাকাবাসীর অভিযোগ, জুয়াড়িরা প্রথমে এসে ইমামবাড়িতে মিলিত হয়। এরপর যার যার গন্তব্যস্থলে চলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু কর্তাব্যক্তিরাও এদের সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে। ফলে কেউ প্রতিবাদ করার সাহস করে না। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, থানা পুলিশকে বারবার অবহিত করা হলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামে ছাদিকুর, দুলাল, ওয়াহিদ, সেজু, জব্বার, লদারপুরের আলিম, চরগাও গ্রামের সজলু, বিলাল, বদরদী গ্রামের তোফায়েল মেম্বার, শ্রীমঙ্গলের কুমেদ আলী, পুরানগাও গ্রামের ফজল, পাতারিয়া গ্রামের বুলবুল, কাশেম, রাজিব মেম্বার, শাহ আলম, মইনুল, সাইফুল এসবের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তারা খাগাউড়া গ্রামের মধু মিয়া বাড়ির পাশে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসিয়ে থাকে। শুধু জুয়াতে শেষ নয় এই আসর। এখানে মিলে ইয়াবাও। মাদক সেবনের সুযোগ রাখা হয়েছে জুয়াড়িদের জন্য। ইয়াবা বিক্রিসহ জুয়ার টাকা তুলার জন্য রাখা হয়েছে লোকজন।
এলাকাবাসী বলছেন, মাদকের মতোই জুয়ার ছোবলে নিঃস্ব হয়ে পড়েছে অনেকে। জুয়া খেলাকে কেন্দ্র করে ঘরে ঘরে চলছে পারিবারিক কলহ। উঠতি বয়সী যুবক বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে যত উদ্বেগ অভিভাবকদের। জুয়া বন্ধে পুলিশের তৎপরতা না থাকায় দিন দিন সমাজে এ ক্ষতিকর কর্মের প্রবণতা বেড়েই চলেছে। এ ছাড়া এলাকার ও বাইরে থেকেও লোকজন এসে ভোর রাত পর্যন্ত ওই বাড়িতে আসা যাওয়া করে। ইতিমধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। কয়েকটি গরু, খাসি, মুরগি, সাইকেল, চার্জার ভ্যানের বেটারি চুরির ঘটনাও ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, কতিপয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তা, সাংবাদিক জুয়ার আসর থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে থাকেন। ফলে জুয়া খেলা বন্ধ হচ্ছে না।
তারা বলেন, আসে পাশে জুয়া খেলা মাদক ব্যবসা ও মাদক সেবনের ফলে প্রায় প্রতি রাতেই চলছে ছোট বড় এসব চুরির ঘটনা। এদের জন্য কিছুই নিরাপদ নয়। এব্যপারে এলাকার মেম্বার চেয়ারম্যানকে বিচার দিয়েও কোন লাভ হয়নি।
সচেতন মহল জানান, এখন জুয়া গোপনে খেলতে হয় না প্রকাশ্যেই জুয়ার আসর বসায় জুয়াড়িরা। স্থানীয় প্রভাবশালী ও পুলিশকে ম্যানেজ করে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে তারা। সাথে মাদকের আসরও বসে। ফলে ওই এলাকায় অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
তাদের অভিযোগ, জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশি অভিযান একেবারে নগণ্য। তাই জুয়া খেলা বন্ধ হচ্ছে না। জুয়ায় হেরে গিয়ে ক্ষতি পোষাতে এবং আবার নতুন করে জুয়া খেলতে টাকা জোগাড়ের জন্য জুয়াড়িরা ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এলাকাবাসী জানায়, জুয়া বন্ধ হলে চুরি-ডাকাতিসহ সব অপরাধ কমে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com