বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমার মৃত্যুতে সান্ত্বনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে আমিও আমার মাকে হারিয়েছি। মা হারানোর ব্যাথা আমি বুঝি। শোক সন্তপ্ত মির্জা ফখরুলের পারিবারের পাশে থাকার কথা জানান ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। ফাতিমা আমিন ফুসফুস, কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
Leave a Reply