স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোরেশনগর এলাকার হোটেল যুবরাজ থেকে জুনায়েদ মিয়া (২৫) নামের এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতংক বিরাজ করছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় আবাসিক হোটেল যুবরাজের বাথরুম থেকে তার দেহ সহকর্মীরা দেখতে পেয়ে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সদর থানা পুলিশ সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। সে বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র। কিছুদিন ধরে সে হোটেল যুবরাজে বয় হিসেবে কাজ করে আসছে। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে।
Leave a Reply