লোকালয় ডেস্কঃ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাতে সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাত করা হচ্ছে না। সোমবার যে আলোচনা করলো, তাও তামাশা ছাড়া আর কিছু নয়।
মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, গুলি, হামলা, ভাঙচুর করেছে ছাত্রলীগ, গণমাধ্যমে সেসব খবর বেরিয়েছে, ছবি প্রকাশ হয়েছে তাদের ধরছেন না কেন?
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে প্রবেশের ১০ মিনিটের মাথায় ভিসির বাসভবনে হামলা হয় দাবি করে তিনি বলেন, বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকার পরও ভিসির বাসভবনে দু’ঘণ্টাব্যাপী হামলা রহস্যজনক। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভিন্নখাতে নিতেই সরকারি এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা হয়েছে কিনা তা সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও জাল নথির সাজানো মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করাসহ নানাভাবে কষ্ট দেওয়া হচ্ছে। এমনকি সরকারি মেডিকেল বোর্ড অর্থপেডিক বেড দেওয়ার সুপারিশ করলেও এখন পর্যন্ত তা সরবরাহ করা হয়নি।
সরকারের জিডিপি বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ মিথ্যাচার যা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন রিজভী।
Leave a Reply