কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষাঙ্গন খবর : কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে প্ল্যাকার্ড নিয়ে মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন। আজ রোববার বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়।

শত শত শিক্ষার্থী স্লোগান ও হাততালি দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁরা বিভিন্ন প্লাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাঁদের দাবিগুলো তুলে ধরেছেন। প্লাকার্ডগুলোয় লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%–এর বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’। তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই, সংস্কার চাই’।

ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করছে।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ।

এক শিক্ষার্থী বলেন, ৫৫ শতাংশ কোটা থাকায় সাধারণ চাকরি–প্রত্যাশীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। এরপরও বিভিন্ন সময় কোটায় বিশেষ নিয়োগ দেওয়া হচ্ছে। যেমন: ৩২তম বিসিএস, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে বিশেষ কোটায় নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com