লাইফস্টাইল ডেস্কঃ প্রতিদিন রাতে এই বিশেষ ‘জেল’ এক মিনিটের জন্য ব্যবহার করলে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মুছে যাবে চোখের কোলের সমস্ত কালো দাগ।
ডার্ক সার্কেল দূর করতে নানা রকম প্রসাধনী ব্যবহার করে হাঁপিয়ে উঠেছেন? তাহলে আজ জেনে নিন ডার্ক সার্কেল দূর করার গোপন ফর্মুলা। প্রতিদিন রাতে এই বিশেষ উপাদানটি এক মিনিটের জন্য ব্যবহার করলে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মুছে যাবে চোখের কোলের সমস্ত কালো দাগ। এটি একটি জেল, যা প্রতিদিন রাতে আপনাকে তৈরি করে নিতে হবে।
-এই সমস্ত উপাদান একটি কাঁচের পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। বিশেষ করে জাফরানকে খুব ভালো থেকে থেঁতো করে নিন।
এটার সাথে সাথে প্রচুর পরিমাণ পানি ও টক ফল খেতে ভুলবেন না। শরীর হাইড্রেটেড না থাকলে কেবল চোখের কোলে নয়, আরও নানা স্থানে কালো দাগের জন্ম হয়। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর জাফরান ও অ্যালোভেরা জেল, ভিটামিন ই তে সমৃদ্ধ তেলগুলো অচিরেই ফিরিয়ে নিয়ে আসবে আপনার সৌন্দর্য।
Leave a Reply