লোকালয় ডেস্কঃ কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাকে তিলে তিলে নিঃশেষ করার প্রক্রিয়ার পর এখন টার্গেট হচ্ছেন তারেক রহমান।
বুধবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘এটা তো শেখ হাসিনার বিচার। এখানে কোনো আইনের শাসন নেই। এটা শেখ হাসিনার বিচার, আওয়ামী বিচার প্রকৃত আইনের বিচার নয়। আইনের শাসনকে কালো কাপড় দিয়ে তুলে রাখা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে চাইছে। যেমন অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তেমনই জুলুম নির্যাতন করে তার চিকিৎসা করতে দিচ্ছে না। মানসিকভাবে তাকে হেনস্তা করা হচ্ছে।’
‘খালেদা জিয়ার পর সরকারের পরবর্তী টার্গেট তারেক রহমান। তাকে টার্গেট করে প্রতিহিংসা চরিতার্থের রোডম্যাপ চলছে। তবে এতে লাভ হবে না। সব জায়গায় তো আর বর্তমান অবৈধ সরকারের একনায়কতন্ত্র চলে না, সেখানে মানবিক মূল্যবোধ আছে। সেখানে অনেক কিছুই মানবাধিকারের সঙ্গে জড়িত।’
খালেদার স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, আমরা বারবার বলে আসছি, খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার। সরকারি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় নানা ব্যবস্থার কথা বললেও কারাগারে চিকিৎসা হচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে সরকারের গভীর চক্রান্ত রয়েছে।
এ সময় খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার দাবি জানান বিএনপির মুখপাত্র।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ প্রচার আসাদুল করিম শাহীন, সহ দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply