সংবাদ শিরোনাম :
কলেজ শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা জরুরি: শিক্ষামন্ত্রী

কলেজ শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা জরুরি: শিক্ষামন্ত্রী

কলেজ শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা জরুরি: শিক্ষামন্ত্রী
কলেজ শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা জরুরি: শিক্ষামন্ত্রী

লোকালয় ডেস্কঃ কলেজ শিক্ষার সার্বিক উন্নয়নে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘কলেজ শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকা সবচেয়ে জরুরি। কলেজ থেকে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন সমাজের সার্বিক পরিবর্তন ও উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং দক্ষতা অর্জন করে বাস্তব জীবনে তা কাজে লাগাতে পারে, তার ওপর জোর দিতে হবে।’ রবিবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সিইডিপি)’-এর আওতায় আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজগুলোতে অবকাঠামো, শিক্ষক সংখ্যাসহ সব দিক বিবেচনা করে ছাত্র ভর্তি করতে হবে। অবকাঠামো ও শিক্ষক অনুপাতে বেশি ছাত্র ভর্তি করলে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হবে না। এ বিষয়ে কলেজ অধ্যক্ষদের সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, ‘‘শিক্ষার বিভিন্ন স্তরে মান উন্নয়নের জন্য সরকার বেশকিছু প্রকল্প গ্রহণ করেছে। কলেজ শিক্ষার মান,শিখন ও শিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচালনা মান উন্নয়নের জন্য ‘কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে।’’

প্রকল্প বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এ প্রকল্পের আওতায় ৭০০ অধ্যক্ষকে ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া থেকে ‘এমএ ইন অ্যাডুকেশনাল লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০০ শিক্ষককে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ (এমএইন অ্যাডুকেশন) দেওয়া হবে। দেশে ৫০০ শিক্ষককে ফিউচার লিডারশিপ প্রোগ্রামে প্রশিক্ষণ দেওয়া হবে। আরও ৭ হাজার কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।’’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মান্নান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মো. মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ড. নাজমা শাহীন ও সিইডিপি প্রকল্প পরিচালক এ কে এম মুখলেছুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com