করোনায় মারা গেলেন জন প্রিনি

করোনায় মারা গেলেন জন প্রিনি

lokaloy24.com

লোকালয় ডেস্ক: আমেরিকার কান্ট্রি মিউজিকের বরেণ্য শিল্পী, গীতিকার, কম্পোজার জন প্রিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবারের পক্ষ থেকে এএফপি’কে এ খবর জানানো হয়।

গত ৩ এপ্রিল প্রিনির স্ত্রী ফিওনা সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, কান্ট্রি ও ফক মিউজিক স্টার অষ্টম দিনের মতো আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। তার ফুসফুসের সংক্রমণ রয়েছে।

জন প্রিনি তার প্রজন্মের প্রভাবশালী সংগীত রচয়িতা ছিলেন। পাঁচ দশক ধরে তিনি সংগীতে নিবেদিত ছিলেন, তাঁকে বলা হতো আমেরিকার সংগীত রচনার মার্ক টোয়েন। বব ডিলান তাঁর প্রিয় সংগীত রচয়িতাদের মধ্যে প্রিনির নাম উল্লেখ করেছেন।

প্রিনি ১৯৪৬ সালের ১০ অক্টোবর ইলিনয়ের মেউডে জন্মগ্রহন করেন। ১৯৬০ এর দশকে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে প্রথম এলবাম প্রকাশ পায়, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।

তিনি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে গান লিখেছেন এবং ২০০০ সালের শুরুর দিকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতির বিরোধীতা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com