করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৯২ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৯২ বাংলাদেশির মৃত্যু

lokaloy24.com

লোকালয় ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছেন আরও ৫ বাংলাদেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ৯২ জন বাংলাদেশি মারা গেলেন। দেশটিতে একদিনে ৩৩ হাজারসহ ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তাদের বেশির ভাগই নিউইয়র্কের বাসিন্দা।  বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ১০২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৪ বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। গতকাল কানাডায় এবং আরব আমিরাতে একজন করে বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৩ বাংলাদেশি। এ ছাড়া সৌদি আরব ও ইতালিতে ৩ জন, কাতারে ৩ এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

করোনাভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১৭৩৬ জনের; যা এখন পর্যন্ত কোনো একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। বুধবার (০৮ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com