ওজিলকে ছেড়ে দেওয়ার খবরটা আমার জন্য ছিল সবচেয়ে খারাপ খবর: রোনালদো

ওজিলকে ছেড়ে দেওয়ার খবরটা আমার জন্য ছিল সবচেয়ে খারাপ খবর: রোনালদো

ওজিলকে ছেড়ে দেওয়ার খবরটা আমার জন্য ছিল সবচেয়ে খারাপ খবর: রোনালদো
ওজিলকে ছেড়ে দেওয়ার খবরটা আমার জন্য ছিল সবচেয়ে খারাপ খবর: রোনালদো

খেলাধুলা ডেস্কঃ ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার এক বছর পর ২০১০ সালে রিয়ালে যোগ দেন মেসুত ওজিল। এরপর টানা তিন বছর রোনালদোর সঙ্গে খেলেন তিনি। দারুণ বোঝাপোড়া ছিল তাদের মধ্যে। রিয়াল ছাড়ার আগে সেই মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল ওজিলের। আর তার এই অ্যাসিস্টের সুবিধাভোগী ছিলেন রোনালদো।

কিন্তু ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ নেইমারকে কিনতে ব্যর্থ হওয়ার পর রেকর্ড দামে গ্যারেথ বেলকে দলে ভেড়ায়। দলে ভেড়ায় ইসকোকেও। বেলের আগমনে ওজিলকে বিক্রি করে দিতে হয় রিয়ালকে। কিন্তু রোনালদো চেয়েছিলেন ওজিল থাকুক। তার চাওয়ার কোনো মূল্য দেওয়া হয়নি। ওজিলকে যেতে দেওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন রোনালদো। ক্ষুব্ধও হয়েছিলেন তিনি।

এ বিষয়ে রোনালদো বলেছিলেন, ‘মেসুত ওজিলকে ছেড়ে দেওয়ার খবরটা আমার জন্য ছিল সবচেয়ে খারাপ খবর। সবচেয়ে কষ্টের খরব। সে ছিল এমনই একজন খেলোয়াড় যে আমার মুভমেন্ট সম্পর্কে সবচেয়ে ভালো জানত। বিশেষ করে গোলপোস্টের সামনে। তাকে রিয়াল ছেড়ে দেওয়ায় আমি বেশ ক্ষুব্ধ হয়েছিলাম।’

ওজিল অবশ্য জানতেন যে তিনি রিয়ালেই থাকছেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে কোচ ও রিয়ালের বোর্ডের প্রতি তার আস্থা নেই, তখন তিনি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন, ‘সপ্তাহের শেষ দিকেও আমি নিশ্চিত ছিলাম যে আমি রিয়ালে থাকছি। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে কোচ ও বোর্ডের প্রতি আমার আত্মবিশ্বাস ও আস্থা নেই। আমি এমনই একজন খেলোয়াড় যে আস্থা চায়। যেটা আমি আর্সেনালে পাচ্ছি। সে কারণেই আমি রিয়াল ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছিলাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com