সংবাদ শিরোনাম :
একসঙ্গে রাবির ৭৫ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর

একসঙ্গে রাবির ৭৫ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর

একসঙ্গে রাবির ৭৫ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর
একসঙ্গে রাবির ৭৫ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৫ শিক্ষার্থী পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পেয়েছেন। যাদের মধ্যে মেয়ে শিক্ষার্থী চারজন। বাকি ৭১ জন ছেলে।

৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া এসব এসআই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা মহানগর পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কলা অনুষদের একজন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ১৩ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ২২ জন, বিজ্ঞান অনুষদের ১২ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদের তিনজন এবং কৃষি অনুষদের দুইজন। এছাড়া বিভিন্ন বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছেন। মোট ৭৫ শিক্ষার্থী।

মনোবিজ্ঞান বিভাগ থেকে সদ্য নিয়োগ পাওয়া পুলিশের এসআই সোহেল রানা বলেন, ২০১৮ সালের ২৭ জানুয়ারি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় ১৩২৪ জন। ২৮ জানুয়ারি আমাদের ট্রেনিং শেষ হয়। এরপর দেশের বিভিন্ন স্থানের পুলিশ ইউনিটে পোস্টিং দেয়া হয়েছে আমাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com