শুক্রবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে বৈঠককে স্বাগত জানালেও পারমাণবিকীকরণ বন্ধে পিয়ংইয়ংয়ের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া ওয়াশিংটন পিছু হটবে না বলেও জানান তিনি।
দুই কোরিয়ার শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় মে মাসের শেষে কিংবা জুনের শুরুতে ট্রাম্প-কিম বৈঠকের প্রস্তুতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এ নাটকীয় পরিবর্তনের ক্ষেত্রে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপেরও কৃতিত্ব দেন বলে জানিয়েছে রয়টার্স।
“আগের প্রশাসনের ভুলগুলোর পুনরাবৃত্তি করবো না আমরা। পারমাণবিক মুক্ত অবস্থা অর্জন করার আগ পর্যন্ত সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে,” ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর হওয়া সংবাদ সম্মেলনে বলেন তিনি।
কিমকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি বাতিল করতে হবে মন্তব্য করে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আগের মার্কিন প্রশাসনগুলোকে পিয়ংইয়ং ‘বেহালার মতো বাজিয়ে’ নিজেদের কার্য উদ্ধার করেছিল বলেও অভিযোগ তার।
পর্যবেক্ষকরা বলছেন, হাস্যেজ্জ্বল, করমর্দন আর ‘সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যতের’ প্রত্যাশা ব্যক্ত করে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলন শেষ হলেও পিয়ংইয়ং যে তার পারমাণবিক অস্ত্রাগার বন্ধ করবে এমন কোনো নিশ্চয়তা মেলেনি।শুক্রবার পানমুনজমের ‘পিস হাউসে’ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ঘোষণা দিয়েছেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একসঙ্গে কাজ করবেন তারা।
সেই সঙ্গে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে এ বছরই একটি শান্তি চুক্তিতে সই করার জন্য যুক্তরাষ্ট্র ও চীনকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার এসেছে দুই নেতার কাছ থেকে।
ঘোষণায় দুই কোরিয়া নিজেদের মধ্যে হামলা বা সামরিক কর্মকাণ্ড বন্ধ, সীমান্তের ‘ডিমিলিটারাইজড জোন’কে শান্তির অঞ্চলে পরিণত করা, যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই দেশের পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করাসহ সীমান্তে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন ক্রীড়া প্রযোগিতায় যৌথভাবে অংশগ্রহণেরও প্রতিশ্রুতি দেয়।
চীন দুই দেশেরই নেতার সাহস এবং রাজনৈতিক সঙ্কল্পের প্রশংসা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রগতির এ ধারা চলমান থাকবে বলেই তারা আশা করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাৎক্ষণিক টুইটে দুই নেতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত উত্তর কোরিয়া হয়তো এই সম্মেলনকে আন্তর্জাতিক পরিসরে নিজেদের ভাবমূর্তি বাড়ানোর কাজেই ব্যবহার করছে বলেও ধারণা কিছু কিছু বিশ্লেষকদের।
কোরীয় যুদ্ধের পর কিমই প্রথম উত্তর কোরীয় শীর্ষ নেতা, যিনি সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণে গেলেন। গত কয়েক বছর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক চালিয়ে বিশ্ববাসীর উদ্বেগ বাড়ালেও সাম্প্রতিক মাসগুলোতে পিয়ংইয়ংয়ের ‘দৃশ্যত ইতিবাচক’ পদক্ষেপ আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কেড়েছে।
এর আগেও দুই কোরিয়ার মধ্যে নানান বৈঠকে উত্তর কোরিয়া তার পারমাণবিকীকরণের পথ থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও এক্ষেত্রে শর্ত ছিল- দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং সিউলের সমর্থনে উপদ্বীপজুড়ে বসানো ‘পারমাণবিক ছাতা’ সরিয়ে নেওয়ার।
দক্ষিণ কোরিয়ার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে।
শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সঙ্গে আস্থা বাড়াতে কাজ করবে। যদিও ভবিষ্যৎ শান্তিচুক্তিতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন বাহিনী সরানোর কথা থাকলে কী হবে, সে বিষয়ে উত্তর দেননি তিনি।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কিমের আচরণে তারা অভিভূত হলেও পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার হুমকিকে ভুলে যাচ্ছেন না তারা। অ-পারমাণবিকীকরণে কিম সু্নির্দিষ্ট কোনো ঘোষণা না দিলে ওয়াশিংটন পিয়ংইয়ংকে আগের চোখেই দেখবে বলেও ভাষ্য তাদের।
এক বিবৃতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো প্রতিশ্রুতিকে যুক্তরাষ্ট্র ‘যাচাই করে নেবে’।
নতুন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও অবশ্য বলছেন, কিম যে একটি চুক্তিতে পৌঁছাতে চাচ্ছেন সে ব্যাপারে আশাবাদী তিনি।
টিলারসনের পরিবর্তে ট্রাম্প সিআইএর এ সাবেক পরিচালককে তার প্রশাসনের শীর্ষ কূটনীতিক মনোনীত করার পরপরই গোপন এক সফরে পিয়ংইয়ং সফর করে কিমের সঙ্গে দেখা করে এসেছেন পম্পেও।
“ট্রাম্পের নেতৃত্বে পুরো বিশ্ব যেভাবে তার (কিম) ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে, তাতে আলোচনার টেবিলে বসে অ-পারমাণবিকীকরণ নিয়ে কথা বললেই যে ভালো হবে, তা তিনি বুঝতে পেরেছেন বলেই আমার বিশ্বাস,” ন্যাটোর মন্ত্রী পর্যায়ের এক বৈঠক শেষে হওয়া সংবাদ সম্মেলনে বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।
Leave a Reply