উইকেট পেলে দিতে হবে নমস্কার!

উইকেট পেলে দিতে হবে নমস্কার!

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  ক্রিকেটে উইকেট পেলে কতভাবেই না উদযাপন করেন বোলাররা। নানা অঙ্গভঙ্গির পাশাপাশি সতীর্থদের সঙ্গে হাত মেলানো তো স্বাভাবিক ব্যাপার। দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির তো আনন্দের আতিশয্যে অর্ধেক মাঠ চক্কর দিয়ে ফেলেন। তবে করোনা পরবর্তী সময়ে হয়তো উদযাপনের ক্ষেত্রে আসতে পারে ভিন্নতা। সেখানে উইকেট পাওয়ার পর নমস্কার দেয়ার কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার আজিংকা রাহানে।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সকল ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে আছে। বন্ধ আছে ক্রিকেট খেলাও। করোনার প্রকোপ একদিন শেষ হবে, মাঠে ফিরবে ক্রিকেট এমন স্বপ্নে অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। তবে তখন ক্রিকেটের অনেক কিছুতেই যে বদল আসবে এটা নিশ্চিত। বল ব্যবহারের ক্ষেত্রে এরই মধ্যে নতুন উপায়ের ব্যাপারে কথাবার্তা চলছে। এবার প্রশ্ন উঠেছে উইকেট পাওয়ার পর কি করবেন ক্রিকেটাররা?

সম্প্রতি এক ওয়েব কনফারেন্সে এমন প্রশ্নের জবাবে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এখন থেকে উইকেট পাওয়ার পর বোলারকে নমস্কার দিতে হবে বা এর কাছাকাছি কিছু করতে হবে। উইকেট গেলে সবাই নিজের জায়গাতেই থাকবেন, বাউন্ডারি থেকে দৌড়ে আসারও দরকার নেই।’

খেলা শুরুর জন্য নিজের অপেক্ষার কথা জানিয়ে রাহানে বলেন, ‘আইসিসি কী কী করবে জানি না। এখন আমাদের সবার অপেক্ষা করতে হবে। আমাদের দেখতে হবে কবে থেকে ক্রিকেট শুরু হয় ও কর্তৃপক্ষ এই খেলায় কী কী পরিবর্তন আনে। আমরা সবাই মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com