লোকালয় ডেস্কঃ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম ইসরায়েলকে আবারও জায়নবাদী আখ্যা দিয়ে বলেছেন, ওই দেশকে ধ্বংসের আগে অস্ত্র সমর্পণ করবে না তাদের সংগঠন। (শনিবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ১৯৮০ সালে গড়ে ওঠে হিজবুল্লাহ। ২০০০ সালে ইসরায়েলের দখলমুক্ত হয় লেবাননের ওই অঞ্চলটি। বর্তমানে হেজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে উপসাগরীয় আরব সুন্নি রাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।
সংগঠনের উপ-মহাসচিব শেখ নায়িম কাসেম ইরনাকে বলেছেন, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানের ওপর আঘাত হানার ইসরাইলি ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আমেরিকা সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলে তিনি জানান। নায়িম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের ভুলের কারণে সিরিয়ায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা রয়ে গেছে।
সুন্নিদের নেতৃত্বাধীন সৌদি আরব ও শিয়াদের নেতৃত্বাধীন ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে একে অপরের প্রতিদ্বন্দ্বী রূপে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। সৌদি আরব ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।
Leave a Reply