মঙ্গলবার রাতের এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।
তারমিয়া শহরের যে এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি চালাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।
পরে দেওয়া আরেক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, “নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী দলটিকে থামিয়েছে।”
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে নিহতের সংখ্যা পাঁচ থেকে ২০ এর মধ্যে বলে জানানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, হামলায় ১৬ জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
ঠিক কতোজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে ভাষ্য রয়টার্সের।
২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছিল। গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় ঘোষণা করেছে দেশটি। কিন্তু এরপর থেকে রাজধানী বাগদাদ ও ইরাকের অন্যান্য অংশে হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসছে ওই জঙ্গিগোষ্ঠীটি।
Leave a Reply