প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আউয়াল বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা দেবে নির্বাচন কমিশন। এর জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। প্রার্থীদের ইভিএমে শতভাগ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘ইভিএমে অনেক বেশি নিরপেক্ষ ভোট করা সম্ভব, যা ব্যালটে সম্ভব নয়। স্টেকহোল্ডাররা সহযোগিতা করলেই শতভাগ আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব।
আজ সোমবার রাতে রংপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিইসি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। একটি নির্বাচনে অনেক অর্থ ও শক্তি ব্যয় হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে-নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে গোপন কক্ষে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে যেতে পারে, সে ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এজন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন কাজ করছে। আমরা প্রার্থীদের সাথে কথা বলে তাদের নানা সমস্যা শুনেছি এবং বিধি অনুযায়ী সেগুলো সমাধানের চেষ্টা করছি। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের উপর আস্থার বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের নিজস্ব দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে, সমঝোতা করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীসহ অনুকূল পরিবেশ সৃষ্টি করা। আমরা তাদের সহযোগিতা করবো।’
Leave a Reply