ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পারউ নাগরোহো জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেনতানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

নাগরোহো জানিয়েছেন, অন্তত নয়টি বাড়ি, দুটি সেতু এবং ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরে রাখা একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।  তবে প্রদেশের প্রধান বিমানবন্দর সেনতানি বিমানবন্দর চালু আছে। পর্বত ঘিরে রাখা শহরটিতে বনাঞ্চল উজাড় করার কারণে আকস্মিক বন্যার ঝুঁকি আছে বলে এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছিলে বলেও জানিয়েছেন তিনি।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, বন্যার পানি নেমে গেছে, সেনতানির প্রধান সড়কগুলোতে কাদা,কাঠ ও ধ্বংসাবশেষ রয়ে গেছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা আক্রান্ত ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দাকে সরকারি দপ্তরে আশ্রয় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com