লোকালয় ডেস্কঃ আসামিকে ধরতে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন এক পুলিশ কনস্টেবল।
১৯ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে বলে ইউএনবি’র এক প্রতিবেদনে বলা হয়েছে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম শাহীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান জানান, বিকেল ৫টার দিকে সালাম নামে মাদক মামলার এক আসামিকে ধরতে জয়নগর গ্রামে যান উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
পুলিশকে দেখে গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দেন সালাম। তাকে ধরতে শাহীনও নদীতে ঝাঁপ দেন। এরপর সালাম নদী থেকে উঠে আসলেও শাহীন নিখোঁজ হন।
Leave a Reply