অনলাইন ডেস্ক : আসছে তিন সিটি নির্বাচনে বিএনপি ভোটের আগেই হেরে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ-উল আজহা উপলক্ষে যানজট নিরসনে করণীয় বিষয়ে, দুপুরে টঙ্গীতে এক বৈঠকে তিনি একথা বলেন। তার অভিযোগ, রাজশাহীতে বিএনপি ককটেল ফাটিয়ে– নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে স্বর্ণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও তাঁর দাবি।

কোরবানীর ঈদকে সামনে রেখে– মহাসড়কের যানজট নিরসনের উপায় নিয়ে বৈঠক হলেও, ওবায়দুল কাদের সমালোচনা করেন, বিএনপি’র সাম্প্রতিক রাজনীতির। তার অভিযোগ, দলটি যেকোনো বিষয় ইস্যু বানিয়ে– তার সত্যতা প্রমাণের আগেই মন্তব্য করছে। টঙ্গীর সড়ক ও জনপদের উপ-বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, তিন সিটি নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।

বাংলাদেশ ব্যাংকের ভল্টে স্বর্ণ গায়েবের খবরকে বিভ্রান্তি দাবি করে সেতুমন্ত্রী বলেন, এ ধরণের কোন ঘটনায় ঘটেনি। এছাড়া মহাসড়কের পাশে পশুর হাট বসানো বন্ধ করাসহ ঈদের ১০ দিন আগে থেকে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের।