খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপ চলছে আর নেইমারের মতো একজন তারকা ফুটবলার টেলিভিশনের সামনে বসে খেলা দেখছেন। এমন কিছু যেন না হয়, সেটাই আপাতত চাইছেন নেইমার নিজেই।
হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে আছেন ব্রাজিল ও প্যারিস সেইন্ট জার্মেইর প্রাণ ভোমরা নেইমার। ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। যদিও বিলাস বহুল এক রিসোর্টে চলছে তার পুনর্বাসন। আশা করছেন শিগগিরই ফিরবেন। কিন্তু তবুও থেকে যায় সংশয়। আর এ সংশয় নিয়েই মজা করে নেইমার বলেন, ‘আশা করি আমি টিভিতে বিশ্বকাপ দেখব না।’
মঙ্গলবার নিজের সর্বশেষ অবস্থা জানাতে ব্রাজিলের সাও পাওলো-তে নেইমার কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে। সেখানে বলেন, ‘মে মাসের মাঝামাঝি মাঠে ফেরার আশা করছি। ১৭ মে আমার সর্বশেষ আরেকটি পরীক্ষা হবে। পায়ের সর্বশেষ অবস্থা জানতে পারব। শুধু আশা করছি মাঠে যেন নামতে পারি। কিন্তু সেটা কবে এখনই বলতে পারছি না।’
গেল ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে গিয়েছিল।
Leave a Reply