সংবাদ শিরোনাম :
আলিবাবার পাঠানো ৩ লাখ মাস্ক দেশে এলো

আলিবাবার পাঠানো ৩ লাখ মাস্ক দেশে এলো

lokaloy24.com

এস.এম.মানিক:  চীন থেকে পাঠানো আরও তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে করোনা ভাইরাস মোকাবিলায়। দেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশকে এসব মাস্ক অনুদান হিসেবে দিয়েছেন অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিক এ সব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

বিমানবন্দরেই এ সব পণ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করেন চীনা দূতাবাসের কর্মকর্তারা। এর আগে করোনা ভাইরাস মোকাবিলায়  শুক্রবার (২৭ মার্চ) জ্যাক মা’র পাঠানো ৩০ হাজার করোনা ভাইরাস পরীক্ষার কিট দেশে পৌঁছায়।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

সেখানে জ্যাক মা লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।বিএএফ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com