আমলাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

আমলাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

আমলাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল
আমলাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দলে তেমন কোনও চমক নেই। ফর্মহীনতায় ভোগা হাশিম আমলার স্কোয়াডে না থাকার আলোচনা খানিক হলেও এই ব্যাটসম্যানকে নিয়েই ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রত্যাশিতভাবেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে থাকছেন ফাফ দু প্লেসি। তবে বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে কেবল কুইন্টন ডি কককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাচ চলাকালীন ডি কক ইনজুরিতে পড়লে তার ব্যাকআপ হিসেবে থাকবেন ডেভিড মিলার।

বৃহস্পতিবার ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা হয়নি রিজা হেনড্রিকসের। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই ওপেনার নিয়মিত সদস্য ছিলেন প্রোটিয়াদের ওয়ানডে দলের। তবে ইংল্যান্ডের প্রতিযোগিতায় যাওয়া হচ্ছে না তার। সুযোগ হয়নি পেস বোলার অলরাউন্ডার ক্রিস মরিসেরও।

দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার হিসেবে আস্থা রেখেছে আন্দিলে ফেলুকাও ও ডোয়াইন প্রিটোরিয়াসের ওপর। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দু প্লেসির সঙ্গে আছেন আমলা, মিলার, জেপি দুমিনি, এইডেন মারক্রাম ও রাসি ফন ডের ডুসেন। প্রোটিয়াদের পেস বোলিং আক্রমণ হয়েছে দুর্দান্ত। অভিজ্ঞ ডেল স্টেইনের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ঝড় তুলবেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও এনরিখ নোর্টি।

আর স্পিন আক্রমণে দুই বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির ও তাবরেজ শামসির সঙ্গে দুমিনির কার্যকরী অফ স্পিনেও ভরসা রাখবে দক্ষিণ আফ্রিকা।

৩০ মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়েই মিশন শুরু হবে দক্ষিণ আফ্রিকার।

চূড়ান্ত স্কোয়াড:

ফাফ দু প্লেসি (অধিনায়ক), জেপি দুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিলে ফেলুকাও, ইমরান তাহির, কাসিগো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এনরিখ নোর্টি, লুঙ্গি এনগিদি, এইডেন মারক্রাম, রাসি ভন ডের ডুসেন, হাশিম আমলা, তাবরেজ শামসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com