স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই গ্রামে এক স্কুল ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক লম্পট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আফরোজ মিয়ার পুত্র ১০ বছরের পুত্র ফাহিম মিয়া স্থানীয় প্রাইমারীর স্কুলের ৩য় শ্রেনির ছাত্র। ওই সময় প্রাইভেট পড়া থেকে ফেরার পথে একই গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র মকসুদ আলী নামের এক লম্পট তাকে ঝাপটে ধরে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে মকসুদ আলী তাকে পিটিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply