দীর্ঘদিন পর আবারও সরাসরি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন লাক্সতারকা সৈয়দা তাজ্জি। আগামী ১৭ ফেব্রুয়ারি সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্টে দেখা যাবে তাকে।
কনসার্টটির আয়োজন করছে মেড ইন বাংলাদেশ নামে সিডনির এক সংগঠন। অনুষ্ঠানে গান পরিবেশন করছেন তাহসান খান ও মিনার রহমান।
তাজ্জি গ্লিটজকে বলেন, “তাহসান ভাইয়ের সঙ্গে কখনই কোনো কাজ হয়নি। এবার এক স্টেজে ওনার সঙ্গে কাজ করছি-জেনেই ভালো লাগছে। আর সেরা কণ্ঠ’র পর এবারই কোনও লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করছি। ভীষণ ভালো লাগছে।”
বছর সাতেক আগে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন ছোটপর্দার এ অভিনেত্রী। কন্যা আর স্বামীকে নিয়ে সিডনীতে সংসার পেতেছেন। দেশ ছাড়লেও অভিনয়টাকে ছাড়তে পারেননি। সুযোগ পেলেই নাটক আর উপস্থাপনা করছেন।
পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পোস্ট গ্রাজুয়েট করছেন সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজিতে।
Leave a Reply