সোমবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫৬ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ক্রাইস্ট কলেজ মাঠে আফগানদের ২০৬ রানে আটকে রেখে বাংলাদেশ থমকে যায় ১৫০ রানেই।
কিছুদিন আগে বাংলাদেশে এসে যুব ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়ে গিয়েছিল আফগানিস্তান।
বড় ব্যবধানে ম্যাচ হারলেও ব্যাটিং-বোলিং দুই ইনিংসেই একসময় নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। টস জিতে বোলিং নেওয়ার পর ১৪ রানে তুলে নিয়েছিল তারা আফগানদের ২ উইকেট।
তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও বাহির শাহ। এই জুটি ভাঙার পর নামে ধস। ৩২ রানে আউট হন ইব্রাহিম, ৪৪ রানে বাহির। টানা উইকেট হারিয়ে আফগানদের রান হয়ে যায় ৭ উইকেটে ১১২।
সেখান থেকে দলকে টেনে তোলেন সাতে নামা আজমতউল্লাহ কামারজাই। ৫টি করে চার ও ছক্কায় ৮২ বলে করেন ৮১। আফগানরা ছাড়ায় দুইশ।
বাংলাদেশের হাসান মাহমুদ ৪ উইকেট নেন ৪৬ রানে। রবিউল হক ৩টি নেন ৫৬ রানে। ৩৬ রানে ২ উইকেট নেন টিপু সুলতান।
রান তাড়ায় ওপেনার নাঈম শেখকে শুরু হারালেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল অনায়াসেই। আরেক ওপেনার পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ হাসান দ্বিতীয় উইকেটে গড়েন ৭৭ রানের জুটি।
কিন্তু দুজনের পর দাঁড়াতে পারেননি আর কেউ। ৫৬ বলে ৫৪ করে আউট হন পিনাক, সাইফ ফেরেন ৪৩ রানে।
পরের ৮ ব্যাটসম্যানের একজনও ছুঁতে পারেননি দুই অঙ্ক। ৫৮ রানের মধ্যে বাংলাদেশ হারায় শেষ ৯ উইকেট।
দেশের মাটির সিরিজে বাংলাদেশের যম হয়ে ওঠা অফ স্পিনার মুজিব জাদরান এবার নিয়েছেন ১ উইকেট। কাজ সেরেছেন বাকি সব বোলার মিলেমিশে। অধিনায়ক নাভিন-উল-হক ও লেগ স্পিনার কাইস আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট।
বিশ্বকাপের অন্য প্রস্তুতি ম্যাচগুলোয় জিম্বাবুয়েকে ৫২ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড, পাপুয়া নিউ গিনিকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নামিবিয়কে ১৯০ রানে হারিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে বুধবার।
Leave a Reply