মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়াকে আইনি লড়াই করেই মুক্ত করতে হবে। তাঁকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না—এটা শুধু বিএনপির দর-কষাকষি ছাড়া কিছুই না। আওয়ামী লীগ বিশ্বাস করে, নির্বাচনের সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরে জেলার পৌর কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় অংশ নেন মাহবুব উল আলম হানিফ। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
Leave a Reply