স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ-কাকাইলছেওয়ে রাস্তার বেহাল দশা। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি ৪ মাসেও মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছেন ৫ গ্রামের ৩২ হাজারেও বেশি লোক। এদিকে ৪নং কাকাইলছেওয়ে ইউনিয়নের চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ভূইয়াসহ ইউপি সদস্যরা দ্রুত কাজ করার জন্য রেজুলেশন করেছেন।
প্রসঙ্গত, আজমিরীগঞ্জের সাথে এসব গ্রামের একমাত্র চলাচলের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানি মাড়িয়ে আসতে হচ্ছে লোকজনকে। এ ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে আসা যাওয়া করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে। মাঝে মাঝে দুর্ঘটনার শিকারও হচ্ছে। ওই সড়কের প্রায় ৫ কিলোমিটারের দীর্ঘ রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় মোটর সাইকেল টমটমসহ ছোটখাটো যানবাহনে চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। সম্প্রতি বন্যায় ভেঙ্গে যাওয়ার পর এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। সম্প্রতি রাস্তাটি সংস্কারের জন্য এলজিইডি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু ঠিকাদারের জন্য বাস্তবায়নের অনুমোদনও হয়। কিন্তু অদ্যাবদি ঠিকাদার কর্তৃক কাজ শুরু না করায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের হাজার হাজার মানুষ। তাই তারা দ্রুত কাজ করার জন্য দাবি জানিয়েছেন।
Leave a Reply